কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা যায় – বর্তমানে ইউটিউব ভিডিওর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো- থাম্বনেইল।
কারণ একটি ভিডিও থাম্বনেইল তৈরি করার মাধ্যমে বোঝা যায়, একটি ভিডিওতে কি পরিমাণে ভিজিটর প্রবেশ করবে।
তাই বলা যাই একটি ভিডিও জনপ্রিয় হওয়ার পেছনে ৭০% নির্ভরযোগ্য থাম্বনেইল ডিজাইনের উপর।

তবে বর্তমানে নতুন নতুন অনেক ইউটিউবার রয়েছে যারা কিনা! ইউটিউব থাম্বনেইল তৈরিতে তেমন একটা গুরুত্ব দেন না। যার ফলে তারা নতুন অবস্থায় থেকে পুরাতন অবস্থায় গেলেও সেরকম সফলতা অর্জন করতে পারে না।
তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন বা পুরাতন ইউটিউবার হয়ে থাকেন। সেক্ষেত্রে, অবশ্যই ভিডিও রিলেটেড আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইন করে আপলোড করতে হবে।
আপনি যত বেশি আকর্ষণীয় করে, থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। তত বেশি আপনার আপলোড করার ভিডিওর দর্শকরা।
তার কারণ একটি ইউটিউব থাম্বনেইল এ দর্শকদের বুঝিয়ে দেয়া যায়, পুরো ভিডিওতে কি থাকছে।
আপনার ভিডিওতে, কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে যদি দর্শক, না জানতে পারে তাহলে কেন আপনার ভিডিও দেখবে। তাই সব সময় চিন্তা করবেন আপনার ভিডিওতে দর্শক নিয়ে আসতে চাইলে আকর্ষণীয়ভাবে থাম্বনেইল তৈরি করতে হবে।
তাই আপনারা যারা, google সন্ধান করে জানতে চান? কিভাবে প্রফেশনাল youtube থাম্বনেইল ডিজাইন করা যায়। তাদের সুবিধার্থে আমরা এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব।
সে তথ্য অনুযায়ী আপনারা একদম ফ্রিতে, প্রফেশনাল ভাবে ইউটিউব থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন। তো চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
ইউটিউব থাম্বনেইল কি?
ইউটিউব থাম্বনেইল মূলত আমরা ইউটিউবে গিয়ে কোন ভিডিও দেখার জন্য সার্চ করলে, সে রিলেটেড ভিডিও টাইটেলের সঙ্গে মিল রেখে একটি ইমেজ দেখা যায়। মূলত তাকেই থাম্বনেইল বলা হয়।
আপনাকে যদি আরও সহজ করে বলা যায়- আমরা যখন ইউটিউবের ভিডিও দেখার জন্য যায়। তখন কিন্তু সরাসরি ভিডিও দেখতে পারি না।
কারন আমরা যে ভিডিওটি দেখতে চাচ্ছি, সে ভিডিও দেখার আগে ভিডিও টাইটেল এবং এটি ইমেজ দেখানো হবে। আপনি যদি সেই টাইটেল অনুযায়ী ভিডিওটি দেখতে চান? তাহলে প্রদর্শীত হওয়ার সেই ইমেজের উপর ক্লিক করতে হবে। আর সেই ইমেজকেই মূলত থাম্বনেইল বলে।
ইউটিউব ভিডিও থাম্বনেইল এর সাইজ কত ?
আমাদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছে, যারা কিনা থাম্বনেইল সাইজ নিয়ে সমস্যায় পড়ান। কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি থাম্বনেইলের সঠিক সাইজ না জানবেন ততক্ষণ আপনি কোয়ালিটি ফুল থাম্বনেইল ডিজাইন করতে পারবেন না।
তো ইউটিউব ভিডিও গুলোর জন্য সব সময় একই সাইজের থাম্বনেইল ডিজাইন করতে হয়।
তাই বর্তমানে যারা ইউটিউবিং করছে, তারা তাদের ভিডিও আপলোড করার জন্য, 1280×720 সাইজের ভিডিও আপলোড করে যাচ্ছেন। তাই আপনি যদি ভিডিও থাম্বনেইল বানাতে চান? তাহলে আপনাকেও 1280×720 সাইজের থাম্বনেইল বানাতে হবে।
তার কারণ এই সাইজটি হচ্ছে, বেস্ট। আপনি যদি এই সাইজের কম সাইজ দেন, তাহলে কিন্তু থাম্বনেইল দেখতে ভালো হবে না। কিন্তু এর থেকে বেশি বড় সাইজ দেয়ারও দরকার নেই। সব সময় থাম্বনেইল তৈরি করার সাইজ দিবেন 1280×720.
ইউটিউব থাম্বনেইল কেন ব্যবহার করবেন
অনেকেই প্রশ্ন করে থাকেন, ইউটিউব থাম্বনেইল কেন ব্যবহার করব। ইউটিউব থাম্বনেইল ব্যবহার না করলে কি সমস্যা।
তো আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান, তবে আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব।
উদাহরণস্বরূপ- আপনার যখন youtube এ প্রবেশ করেন তখন নিশ্চয়ই সর্বপ্রথম নোটিফিকেশন চেক করেন। এরপর youtube এর হোমপেজে থাকা নিউজ ফিড স্ক্রল করে দেখেন।
এখন একটু ভাবুন! আপনার যখন ইউটিউব এর নিউজ ফিড স্ট্রল করেন। সেই সময় যে ভিডিও থাম্বনেইল গুলো আপনাদের সামনে পড়ে, তখন কিন্তু আপনারা থেমে পড়েন। তাছাড়া থাম্বনেইল এ কি রয়েছে সেটি পড়ার চেষ্টা করেন।
এখন ঐ থাম্বনেইল দেখার পর আপনার যদি ভালো লেগে যায়। আপনি সেই ভিডিওটিতে কি রয়েছে সেটি দেখার জন্য সরাসরি ক্লিক করে দেন। তারপর কিন্তু সেই ভিডিও দেখার সুযোগ পান।
মূলত ইউটিউব এর কোন ভিডিও সার্চ করে দেখতে গেলে, কিংবা নিউজফিডে ঘুরাঘুরি করলে আপনারা অবশ্যই ভিডিও থাম্বনেইল দেখে থাকেন। যে ভিডিও ভালো লাগে তখন সেখানে ক্লিক করবেন।
তো বন্ধুরা বুঝতেই পারছেন, কেন ইউটিউব থাম্বনেইল ব্যবহার করা হয়। আপনি যদি ইউটিউবার হয়ে নিজের ভিডিও রিলেটেড থাম্বনেইল না তৈরি করেন।
তাহলে আপনার পুরো ভিডিওতে কি আছে সেটি দর্শকরা বুঝবেনা। অতএব দর্শক আপনার ভিডিও দেখবে না। এটাই হলো থাম্বনেইল না তৈরি করলে সমস্যা।
তাই ভিডিও আপলোড করার আগে, ভিডিও টাইটেল অনুযায়ী একটি থাম্বনেইল তৈরি করে আপলোড করবেন।
কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা যায়
উক্ত আলোচনা অনুসরণ করে, আপনারা জানতে পারলেন থাম্বনেইল কি? থাম্বনেইল কেন তৈরি করতে হয়। আর থাম্বনেইল না তৈরি করলে কি সমস্যা হয়।
এখন আপনার যদি প্রশ্ন হয়। কিভাবে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করা যায়। তাহলে তাদের এমন কিছু জনপ্রিয় প্লাটফর্ম এর সঙ্গে পরিচয় করিয়ে দেব। যেখান থেকে আপনারা একদম ফ্রিতে, প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করতে পারবেন।
তাহলে চলুন ইউটিউব থাম্বনেইল তৈরি করার সেরা উপায় গুলো জেনে নেওয়া যাক।
মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন অ্যাপস
আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করেন। তবে আপনি খুব সহজেই আপনার মোবাইলে ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে ইউটিউব ভিডিও থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন।
আমি এখানে এমন কিছু জনপ্রিয় অ্যাপস সম্পর্কে বলব। যা আপনারা গুগল প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করে। ইউটিউব এর জন্য প্রফেশনাল থাম্বনেইল ডিজাইন করে নিতে পারবেন।
ইউটিউব থাম্বনেইল ডিজাইন করার অ্যাপস গুলো হলো-
- Picsart
- PixelLab
- Photoshop Touch
আপনারা উপরে যে অ্যাপস গুলোর নাম দেখতে পারলেন। এগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, মোবাইলে ইনস্টল করার পরে, সহজেই ইউটিউবের জন্য প্রফেশনাল থাম্বনেইল ডিজইন করে নিতে পারবেন।
কম্পিউটার দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন সফটওয়্যার
আপনারা এখন জানতে পারবেন। কম্পিউটার দিয়ে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করার সেরা সফটওয়্যার সম্পর্কে। ইতোমধ্যে আমরা মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করার অ্যাপস সম্পর্কে জানিয়ে দিয়েছি।
তো কম্পিউটার সফটওয়্যার দ্বারা প্রফেশনাল ভাবে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করতে চাইলে নিচে দেওয়া সফটওয়্যার গুলো একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। যেমন-
- Adobe Photoshop.
- Adobe illustrator.
আপনার কম্পিউটারে ইউটিউব থাম্বনেইল সহজ ভাবে বানাতে চাইলে, Adobe Photoshop ইনস্টল করে কাজ শুরু করতে পারেন।
অনলাইনে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন ওয়েবসাইট
আপনারা যারা মোবাইল বা কম্পিউটার সফটওয়্যার দিয়ে থাম্বনেইল ডিজাইন করতে ঝামেলা মনে করেন। তাহলে আপনার জন্য আরো একটি জনপ্রিয় মাধ্যম হতে পারে, অনলাইন ওয়েবসাইট।
অনলাইনে অসংখ্য পরিমানের ওয়েবসাইট আছে। যেখানে আপনারা একদম ফ্রিতে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন।
আর সবচেয়ে মজার বিষয় হলো- অনলাইন ওয়েবসাইট থেকে ভিডিও থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে কোন পরিশ্রম করতে হবে না।
সেই সাইট গুলোতে অটোমেটিক ডিজাইন দেওয়া থাকে। শুধু মাত্র আপনার ভিডিও টাইটেল যুক্ত করেই থাম্বনেইল ডাউনলোড করে নিতে পারবেন।
তাছাড়া, আপনি চাইলে সাইটে থাকা সেই ডিজাইন গুলো আপনারা এডিটি করে আরো আকর্ষণীয় করে তোলতে পারবেন।
তো আসুন এখন পরিচয় করিয়ে দেয়, অনলাইনে প্রফেশনাল ইউটিউব থাম্বনেইল ডিজাইন করার ওয়েবসাইট গুলোর সঙ্গে। যেমন-
- canva.com.
- PicMonkey.
- Fotor.
- PicMonkey.
- Visme.
উপরে থাকা প্রতিটি অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে, ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন।
আপনার জন্য আরো পোস্ট…
- টাকা আয় করার রিয়েল বিদেশি ইনকাম সাইট
- ঘরে বসে ফ্লিপকার্ট থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় (বিস্তারিত জানুন)
- মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
শেষ কথাঃ
আমরা আশা করি, আপনারা যারা ইউটিউব থাম্বনেইল তৈরি করা নিয়ে চিন্তিত ছিলেন। তারা আমাদের আর্টিকেলটি অনুসরণ করে, বুঝতে পারলেন, কিভাবে কোথায় থেকে থাম্বনেইল তৈরি করা যায়।
এখন থাম্বনেইল সম্পর্কে আপনার যদি আরো কোন কিছু জানার থাকে। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।