লেখালেখি করে আয় করার ওয়েবসাইট - বাংলা লিখে ইনকাম করুন আজ থেকেই

বর্তমানে আর্টিকেল লিখে আয় করা যায় এমন অনেক সাইট আছে। কিন্তু বাংলা ভাষায় লেখালেখি ইনকাম করা যায় এমন ওয়েবসাইট তেমনটা নেই বললেই চলে। আর থাকলেও ইনকাম খুবই সামান্য। তবে আজ যে সাইটটি নিয়ে আলোচনা করছি এখানে একজন ইউজার লেখালেখি করে ভালো পরিমানে ইনকাম করতে পারবে খুব সহজেই।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

ওয়েবসাইট টি হলো অথোর আর্নিং ডট কম। আরও বিস্তারিত এখান থেকে ভিডিও গাইড দেখুন।

এই সাইট থেকে ইনকাম করতে হলে প্রথমে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন। অতপর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিন। অথবা নিচের ইমেজ টি ফলো করুনঃ

কিভাবে অথর আর্নিং এ রেজিস্টার করবেন

রেজিস্টার ফরম

আপনার নাম, ইউজার নেম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে, I'm not a robot ক্লিক করে রেজিস্টার করুন। অথবা আপনি চাইলে Register With Google ক্লিক করেও রেজিস্টার করতে পারেন। এক্ষেত্রে ফরম পূরন করার দরকার নেই।

কিভাবে অথর আর্নিং এ রেজিস্টার করবেন

অতপর লগিন বাটুনে ক্লিক করে Dashboard এ চলে যান নিচের ইমেজটি ফলো করুন।

অতপর Ad Article ট্যাব এ ক্লিক করে আর্টিকেল লিখতে পারবেন।

নিচের ইমেজটি ফলো করুনঃ

তারপর এখানে যে বিষয়গুলি নিশ্চিত করতে হবে তা হলো।

  1. চমকপ্রদ টাইটেল দিতে হবে
  2. ক্যাটগরি থেকে যে কোন একটি ক্যাটাগরি নির্ধারণ করতে হবে
  3. আপনার আর্টিকেল এর সংক্ষেপে সামারি দিতে হবে।
  4. মূল আর্টিকেল লিখতে হবে (কমপক্ষে 400 ওয়ার্ড)।প্রয়োজনে ইমেজ আপলোড করা যাবে।
  5. নিচে Choose File অপশনে একটি ফিচার ইমেজ দিতে হবে।
  6. অতপর Message to the reviewer অপশনে লিখতে হবে (Please Approve)
  7. এবার যদি এখনই প্রকাশ করতে চান তাহলে Submit For Review বাটুনে ক্লিক করতে হবে। অতপর সাইট এডমিন রিভিউ করবে সব ঠিকঠাক থাকলে আপনার লেখা প্রকাশ হবে। এবং আপনি এই লেখা থেকে ইনকাম করতে পারবেন। 
  8. আর যদি আপনার লেখা ইনকমপ্লিট থাকে তাহলে Save Draft বাটুনে ক্লিক করে রেখে দিন। পরবর্তীতে My Article থেকে এটা এডিট করে পাবলিশ করতে পারবেন।

আপনার লেখাটি প্রকাশ হওয়ার জন্য অবশ্যই আমাদের নীতিমালা মেনে লেখা সাবমিট করতে হবে।

আমাদের নীতিমালা এখানে।

অথবা

এখান থেকে ভিডিও গাইড দেখুন

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
asraf sadhen - Jul 11, 2024, 7:41 PM - Add Reply

খুবই ভাল

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.