অথোর আর্নিং ডট কম ওয়েবসাইটি তৈরি করা হয়েছে মূলত এখান থেকে যে কেউ যেকোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারবে। এতে অনেকের অনেক অজানা বিষয় জানতে পারবে খুব সহজেই। কেননা এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হুটহাট করে কেউ উত্তর দিতে পারবে না। তাই এখানে প্রশ্নটি সাবমিট করলে যে এই প্রশ্নটির উত্তর জানে সে উত্তরটি দিয়ে যাবে।
অথোর আর্নিং ডট কম ওয়েবসাইটে সাধারণত জে-আইটি, অনলাইন ইনকাম, ব্লগিং, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, ব্লগার, ওয়ার্ডপ্রেস, গুগল এডসেন্স, আর্টিকেল রাইটিং, বাংলা রাইটিং, ডিজিটাল মার্কেটিং, এস.ই.ও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব, ভিডিও এডিটিং, ফেসবুক, গুগল, কম্পিউটার, মোবাইল, এন্ড্রয়েড এপস, সফটওয়্যার, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডেবিট, ক্রেডিট, ভিসা কার্ড, ভিডিও গেমস ইত্যাদি এবং এই সমস্ত রিলেটেড বিষয়ে প্রশ্ন উত্তর দেয়া যাবে।
যদি এই সকল বিষয়ের বাইরে প্রশ্ন করা হয় তাহলে সেটা এডমিন এর নজরে আসার সাথে সাথে ডিলেট করে দেওয়া হবে। সেই সাথে কোন রকম পেমেন্ট করা হবে না।
এমনকি ইউজার ব্লক করে দেয়া হবে।
যদি কেউ এই সকল বিষয়ে প্রশ্ন করার অভিজ্ঞতা না থাকে তাহলে আমাদের ভিডিও টিউটরিয়াল দেখার অনুরোধ রইল। সেখানে সহজে প্রশ্ন ও উত্তর দেয়ার নিয়ম কানুন ও কোথায় থেকে তথ্য পাবেন এর সকল বিষয়ে প্রেকটিক্যাল দেখানো হয়েছে।
টাকা ইনকামের শর্তাবলীঃ
1. পেমেন্ট নেয়ার জন্য সর্বনিম্ন ১০০০ পয়েন্ট (৳১০০) একাউন্টে থাকতে হবে।
২. ১০০ টাকা হলে আপনি যে কোন সময় পেমেন্ট নিতে পারবেন।
৩. প্রতিটি প্রশ্ন করার জন্য পাবেন ৩ পয়েন্ট এবং অন্যের প্রশ্নের উত্তর দিলে পাবেন ৩ পয়েন্ট । এছাড়া মাঝে মাঝে বােনাস পয়েন্ট পাবেন।
৪. অবশ্যই প্রশ্ন ও উত্তর আমাদের নির্ধারিত টপিকের উপর করতে হবে।
৫. প্রশ্ন ও উত্তর সমান সমান দিতে হবে। অর্থাৎ 10 টি প্রশ্ন করলে অন্য জনের 10/12টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬. যতি কেউ আমাদের নীতিমালা না মেনে প্রশ্নোত্তর করবে তাদের নজরে আসা মাত্রই ব্লক করে দেয়া হবে।
যেহেতু এটি একটি প্রশ্ন-উত্তর ওয়েবসাইট এখানে আপনি প্রশ্ন উত্তর দিয়ে ইনকাম করতে পারবেন। তবে হ্যাঁ এখানেই ইনকাম করার জন্য কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে।
কিভাবে আয় হবে?
= রেজিষ্ট্রেশন করার সাথে সাথে বোনাস ১০০ পয়েন্ট।
= প্রতিটি প্রশ্ন করার জন্য পাবেন ৩ পয়েন্ট।
= প্রতিটি উত্তর দেয়ার জন্য পাবেন ৩ পয়েন্ট।
= আপনার প্রশ্নে কেউ আপভোট করলে প্রতিটি আপভোট এর জন্য পাবেন ১ পয়েন্ট।
= আপনার প্রশ্নটিই যদি বেস্ট হিসেবে নির্বাচন করা হয় তাহলে আপনি পাবেন ২ পয়েন্ট।
এখানে আপনার রেংক অনুযায়ী টাকা পাবেন। নিতে একটি চার্ট দেওয়া হলোঃ
এখানে ইউজারদের পয়েন্টের উপরনির্ভর করে ইনকাম দেওয়া হয় রেংক নির্ধারন করা হয়েছেঃ
1. একাউন্টে 1000 পয়েন্ট হলে = 100 টাকা।
2. প্রশ্ন ও উত্তর অবশ্যই নির্ধারিত টপিক দিতে হবে।
3. প্রশ্ন ও উত্তর অবশ্যই সমান অথবা প্রশ্নের থেকে উত্তর বেশি দিতে হবে।
4. প্রতি সপ্তাতে 1 বার (বৃহস্পতিবার ) পেমেন্ট করা হয়।
আপনার একাউন্টে যখন 1000 পয়েন্ট জমা হবে তখন পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই টাকা আপনি বিকাশ, রকেট, নগদ অথবা ফ্লেক্সিলােডের মাধ্যমে নিতে পারবেন ।
এবং এই টাকা সবাই ইনকাম করতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন পুরুস্কারের ব্যবস্থা।
বিশেষ দ্রষ্টব্যঃ প্রতিটি প্রশ্ন এবং উত্তর দিতে হবে আমাদের নীতিমালা অনুযায়ী। প্রশ্ন-উত্তর দেয়ার নীতিমালা
এই ওয়েবসাইটে কোন কাজের জন্য কত পয়েন্ট পাবেন তার একটি চার্ট নিচে দেয়া হলঃ
প্রশ্ন পোস্ট করলে : | 3 points |
আপনার প্রশ্নের উপর প্রতিটি আপ ভোটের জন্য: | 1 points |
উত্তর পোস্ট করলে : | 3 points |
আপনার উত্তরটি সর্বোত্তম হিসাবে নির্বাচিত হলে: | 2 points |
সমস্ত সদস্যের জন্য যোগ কর : | 100 points |
প্রশ্ন করার জন্য অবশই লগিন করে নিতে হবে। আপনি যদি ইতোমধ্যে রেজিস্টার করে থাকেন তাহলে শুধু লগিন করলেই হবে। আর যদি রেজিস্টার না করে থাকে তাহলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।
যেভাবে প্রশ্ন করতে হবেঃ প্রথমে যে বিষয়টির প্রশ্ন করতে চান সে বিষয়ে প্রশ্ন নির্ধারণ করতে হবে। অতঃপর প্রথমে সংক্ষিপ্তভাবে প্রশ্নটিই লিখতে হবে। তারপর বিস্তারিত অংশে গিয়ে প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। (বিস্তারিত অংশটিতে অবশ্যই প্রশ্নটি সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে 50 ওয়ার্ড এর বেশি সাজিয়ে লিখতে হবে হবে)
যেভাবে উত্তর দিতে হবেঃ যে প্রশ্নটির উত্তর দিতে চান সেটির উপর টাচ/ক্লিক করতে হবে। তারপর নিচে উত্তর দিন নামে একটি বাটুন দেখা যাবে। উক্ত বাটুনে ক্লিক করে উত্তর লিখতে হবে। অতপর সাবমিট দিতে হবে। (খেয়াল রাখতে হবে- উত্তরটি যাতে সঠিক ও সাজিয়ে গুছিয়ে কমপক্ষে 50ওয়ার্ড বা তার উপরে হয়)
শর্ত ও নিয়মঃ
প্রোফাইলে ছবি যুক্ত করার জন্য প্রথমে ওয়েবসাইটের ডান পাশে একেবারে উপরে কোনায় আইকনে ক্লিক করতে হবে।
তারপর সেখান থেকে ইউজারনেম এর ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
এবং সেখানে একেবারে নিচের অংশে গিয়ে প্রোফাইল এডিট করুন এর ওপর ক্লিক করতে হবে।
তারপর সেখানে আমার আইকন নামে অপশনে গিয়ে আপনার ছবি আপলোড করতে হবে।
একেবারে প্রোফাইল এডিট অপশনে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
১. আমাদের নির্ধারিত টপিকের বাইরে প্রশ্নোত্তর করলে।
২. একই প্রশ্ন বা উত্তর বার বার পেস্ট করলে।
৩. একজন ইউজার একটি প্রশ্নের উত্তর একবারই দিতে পারবে। একই প্রশ্নের উত্তর একাধিকবার দিলে।
৪. কপি-পেস্ট করে প্রশ্নোত্তর করলে।
৫. ১০০০ পয়েন্টে হওয়ার পূর্বে পেমেন্ট রিকোয়েস্ট দিলে ।
৬. প্রশ্ন ও উত্তর সমান সমান না হলে। অর্থাৎ 10 টি প্রশ্ন করলে অন্য জনের 10/15টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৬. আমাদের নীতিমালা না মেনে প্রশ্নোত্তর করে তাহলে সেটি নজরে আসা মাত্রই ব্লক করে দেয়া হবে।