গুগল মিট কি? এবং Google Meet এর ব্যবহার কিভাবে করবেন? (জানুন এখানে)

আপনি যদি ঘরে বসে অনলাইন মার্কেটপ্লেস এর বিভিন্ন ক্লায়েন্টদের সাথে মিটিং করতে চান? সেক্ষেত্রে আপনার মোবাইলে গুগল মিট অ্যাপটি অনেক ব্যবহারযোগ্য হবে।

Advertisement

বর্তমান সময়ে, ঘরে বসে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এই গুগল মিট ব্যবহার করেন। গুগল মিট গুগলের দ্বারা তৈরি একটি ভিডিও কনফারেন্স প্লাটফর্ম।

গুগল মিট কি? এবং Google Meet এর ব্যবহার কিভাবে করবেন?
গুগল মিট কি? এবং Google Meet এর ব্যবহার কিভাবে করবেন?

তাই আপনি যদি গুগল মিট সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে।

কারণ আজকে আমরা গুগল মিট কি? এবং গুগল মিট এর ব্যবহার কিভাবে করবেন এ বিষয়ে বিস্তারিত ধারণা দেবো।

তাই চলুন আর সময় নষ্ট না করে, বিস্তারিত আলোচনা শুরু করা যাক।

Advertisement

গুগল মিট কি?

গুগল মিট হচ্ছে একই ভিডিও কনফারেন্স প্লাটফর্ম। এর মাধ্যমে আপনি সর্বোচ্চ ১০০ জন মানুষের সাথে এক ঘন্টা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারবেন।

এখানে কোন কোম্পানি বা প্রতিষ্ঠান এর মিটিং কিংবা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ঘরে বসে পড়ানোর জন্য, গুগল মিট অ্যাপসটি প্রফেশনাল ভাবে তৈরি করা হয়েছে।

গুগলের এই প্রোডাক্ট কে ভিডিওর সাহায্যে কমিউনিকেশনের জন্য তৈরি করা হয়েছে।

আপনারা শুধুমাত্র একই ইমেইল একাউন্টের মাধ্যমে, গুগল মিট লগইন করে যে কোন ইউজার সাথে যোগাযোগ করতে পারবেন।

আর google মিট অ্যাপস ডাউনলোড করে সেখানে কিভাবে আইডি যুক্ত করবেন। সে বিষয়ে এখন থেকে বিস্তারিত ধারণা পাবেন।

গুগল মিট এ আইডি কিভাবে বানাবেন?

আপনার কাছে যদি একই ইমেইল একাউন্ট থাকে। তাহলে আপনি সেই আইডি ব্যবহার করে গুগল মিট অ্যাপস এর মাধ্যমে সাইন ইন করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

এক্ষেত্রে আপনি যদি “G-suite use” হয়ে থাকেন তবে “G-suite use” এর মাধ্যমে সরাসরি এই অ্যাপের প্রবেশ করতে পারবেন।

গুগল Meet এর সুবিধা

Google meet অ্যাপের মাধ্যমে আপনি নিজের ঘরে বসে যে কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের যে, কোন মিটিংয়ে সংযুক্ত হতে পারবেন।

যেকোনো কোম্পানির মালিক আর্জেন্ট মিটিং এর পরিকল্পনা করলে, তারা নিজের দেশে থেকেও বিদেশি স্টারদের সাথে মিটিং করতে পারবে Google meet এর মাধ্যমে।

সে সাথে বিশ্বের যে কোন শিক্ষক অনেক গুলো স্টুডেন্টকে শিক্ষা প্রদান করার জন্য, Google meet অ্যাপ ব্যবহার করে ক্লাস নিতে পারবেন।

Google meet অ্যাপস ডাউনলোড কিভাবে করবেন?

Google meet অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইলে থেকে গুগল প্লে স্টোরে গিয়ে, Google meet  লিখে সার্চ করবেন।

তারপর সেখান থেকে Google meet  অ্যাপ্লিকেশনটি খুঁজে নিয়ে ইন্সটল বাটনে ক্লিক করবেন।

তারপর সঙ্গে সঙ্গে Google meet অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ডাউনলোড ও ইন্সটল হবে।

অন্যদিকে আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে Google meet ব্যবহার করতে চান সে ক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইট লিংকে প্রবেশ করলেই, সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন।

Google meet যেভাবে ব্যবহার করবেন?

  • Google meet সর্বপ্রথম আপনাকে একটি চালু করতে হবে।
  • তারপর আপনার সামনে দুইটি অপশন চলে আসবে। যেমন-
  • New Meeting – নতুন কোন মিটিং শুরু করার জন্য ক্লিক করবেন।
  • Join with a Code – মিটিং এর যদি কোন ইনভাইটেশন কোড থাকে তাহলে সেই কোডটি ব্যবহার করে মিটিং এ যুক্ত হতে পারবেন।

নতুন Google meet এ  মিটিং কিভাবে শুরু করবেন?

আপনি যদি নতুন করে, Google meet অ্যাপের মিটিং শুরু করতে চান? তাহলে আপনাদের নিউ মিটিং অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর সেখানে “Get a Meeting link to share” অপশনের মাধ্যমে কোন মিটিং শুরু করার আগে আপনার কর্মী বা বন্ধুদের মিটিং সম্পর্কে জানিয়ে দিতে পারবেন।

তার মানে হলো তাদের আপনি বলে দিচ্ছেন, নির্দিষ্ট মিটিংয়ে জয়েন করার জন্য এই লিংক এর সাহায্যে যুক্ত হওয়া যাবে।

আপনি যদি নিজে এখন কোন মিটিং শুরু করতে চান সেক্ষেত্রে, “Start an instant meeting” অপশনে ক্লিক করতে হবে।

“instant meeting” শুরু করার পরে আপনার সামনে কিছু ইন্টারফেক্ট চলে আসবে। সেই অপশন গুলো থেকে আপনারা মিটিং সহজেই কন্ট্রোল করতে পারবেন।

মিটিং শুরু হওয়ার পরে কোন ব্যক্তিকে মিটিং এ জয়েন করানোর অনুমতি দিতে চাইলে, শেয়ার ইনভাইটেশন অপশন এ ক্লিক করতে হবে।

এছাড়া আপনি যদি কোন নির্দিষ্ট দিনে, কোন মিটিং শুরু করতে চান? সেক্ষেত্রে, “Schedule in Google Calendar” অপশনের মাধ্যমে আপনার ক্লায়েন্ট বা শিক্ষার্থীদের আগমন জানাতে পারবেন।

মোটকথা নতুনভাবে গুগল মিট পরিচালনা করার জন্য অ্যাপ ডাউনলোড করবেন। তারপর একটি আইডি তৈরি করে নিবেন।

মিটিং করার জন্য আপনার কাছে একটি ইনভাইটেশন কোড থাকবে। যাকে যাকে নিয়ে মিটিংয়ে যুক্ত হতে চান? তাদেরকে মিটিং আইডি করতে দিয়ে দিবেন। তারা নির্দিষ্ট সময়ে মিটিংয়ে যুক্ত হতে পারবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আশা করি উপরে দেওয়ার তথ্য অনুযায়ী আপনারা বুঝতে পারলেন, গুগল মিট  কি এবং কিভাবে ব্যবহার করতে হয়।

এখন এ বিষয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।

এছাড়া এই ওয়েবসাইট থেকে এন্ড্রয়েড অ্যাপ সম্পর্কে জানতে নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

Advertisement

Leave a Comment