মোবাইল ধরার উপযুক্ত কোনো পদ্ধতি আছে কিনা সেটা ঘাটাঘাটি করেও জানতে পারলাম না,
তবে কিছু বিষয় লক্ষনীয়ভাবে খেয়াল রাখা উচিত।
১.আপনার মোবাইলে যদি পিছনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে খায়াল রাখতে হবে যাতে বার বার সেখানে আঙ্গুল না পরে।কেননা এতে করে ফিঙ্গারপ্রিন্ট এর ক্ষতি হতে পারে।
২.খেয়াল রাখবেন যাতে বার বার ক্যামেরার গ্লাসে হাত না পরে।
৩.আপনার ফোনটি যদি ভাজ ডিসপ্লের ফোন হয় তাহলে অবশ্যই আলতোভাবে ধরতে হবে,(Ex:Samsung S9, S8)
৪.মোবাইল ধরার সময়ে অবশ্যই হাতের মধ্যে নিয়ে রাখতে হবে কেননা পরে যাবার সম্ভাবনা থাকে।অসাবধানতা হতে পারে আপনার পছন্দের জিনিসটা ভাঙ্গার কারণ।
৫.সাইড বাটন হাতের মধ্যে পাওয়া যায় সেভাবেই ধরা উচিত।
৬.হাটার সময়ে মোবাইলের দরকার হলে অবশ্যই দুই হাত দিয়ে ধরা উত্তম।
৭.আপনি যদি ভাজ ফোন ব্যবহার করে থাকেন(Ex:Samsung Fold ) তাহলে অবশ্যই আলতোভাবে ধরতে হবে এবং নক দিয়ে খোচা দেওয়া যাবেনা।ফোল্ডিং ফোনের ডিসপ্লে প্ল্যাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এটা সামান্য চাপে ব্যাপক ক্ষতি হতে পারে।