ফেসবুক পেজে ভেরিফাই করে ব্লু চিন্হ কিভাবে আনা যাবে? - অথোর আর্নিং ডট কম
আপনি কি অথোর আর্নিং ডট কম এ নতুন? নীতিমালা! টি পড়ুন।
x
বি:দ্র: AuthorEarning.com এ 19/04/2022 সারাদিন পেমেন্ট দেওয়া হবে। যাদের পেমেন্ট বাকি আছে তারা দ্রুত পেমেন্ট রিকোয়েস্ট দিন। ধন্যবাদ।
0 টি ভোট
"ফেসবুক" ক্যাটাগরিতে করেছেন New User (103 পয়েন্ট)
আমার ফেসবুক প্রোফাইল টাইপ পেজ এর ফলোয়ার ৩ হাজার +,  এটা ভেরিফাই করে ব্লু চিন্হ আনতে চাচ্ছি কিভাবে করবো? 

1 উত্তর

0 টি ভোট
করেছেন Earner (2.0k পয়েন্ট)

খুব সহজেই যদি ফেসবুকে আপনার নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন দেখা যায় তাহলে কেমন হয়? একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আপনার নামের পাশে ‘ব্লু-ব্যাজ’ তো থাকতেই পারে।

ফেসবুক বলছে, প্রোফাইল বা পেইজের পোস্ট ব্যবহারকারীদের কাছে গ্রহণযোগ্য করতে সাহায্য করবে ব্লু-ব্যাজ। সাংবাদিক, রাজনীতিবিদ, তারকা হিসেবে সহজেই ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করা যায়। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির ফেসবুক পেইজও ভেরিফায়েড করা সম্ভব।

নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ভেরিফাই করলেই ব্লু-ব্যাজ পাওয়া যায়। প্রোফাইল বা পেইজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে ফেসবুক দীর্ঘদিন ধরে এমন সুবিধা দিচ্ছে।

আজ আপনাকে জানাবো ফেসবুক প্রোফাইল ও পেইজ ভেরিফায়েড করবেন যেভাবে-

১. প্রথমে এই ঠিকানায় প্রবেশ করুন।

২. এরপর পেইজ বা প্রোফাইল নির্বাচন করুন।

image

৩. ডকুমেন্ট (ড্রাইভিং লাইসেন্স/এনআইডি/পাসপোর্ট) সংযুক্ত করুন।

dhakapost

৪. ক্যাটাগরি নির্বাচন করুন।

image

৫. দেশ নির্বাচন করুন।

image

৬. কেন ভেরিফাই করতে চান, কারা আপনাকে ফলো করে, কেন ফলো করে এ বিষয়গুলো ব্যাখ্যা করবেন।

image

৭. আপনার নিজের/প্রতিষ্ঠানের যদি ভিন্ন কোনো নাম থাকে (এক/একাধিক) লিখুন। অথবা ভিন্ন ভাষায় একই নাম যেভাবে লিখেন তা লিখুন। প্রয়োজনে নামের বিষয়েও ব্যাখ্যা দিতে পারেন।

image

৮. ৫টি লিংক দিতে হবে। তার মধ্যে ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিয়ে লেখা ৩-৪টি সংবাদের লিংক দিন। ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির স্ব নামে প্রকাশিত সংবাদের লিংকও দেওয়া যাবে। এছাড়া ভিন্ন সোশ্যাল মিডিয়ার ১-২টি লিংক দিতে হবে।

image

৯. এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

অথোর আর্নিং এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
43 Online Users
0 Member 43 Guest
Today Visits : 25062
Yesterday Visits : 26401
Total Visits : 8628726
...