যারা যারা রমজান মাসের আমল সম্পর্কে জানেনা তাদের জন্য এই প্রশ্ন। মহরম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস।এবং রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মহরম মাসের রোজা ওয়াজিব ছিল।রমজান মাসের রোজা ফরজ হওয়ার পর তা নফল রোজায় পরিনত হয়।এবং এই রোজায় অনেক সওয়াব ও ফজিলত রয়েছে। মহরম মাসের ৯ ম ও ১০ ম তারিখে রোজা রাখতে হয়।