মাইক্রো ওয়ার্কের একাউন্ট কি ভাবে করবো - অথোর আর্নিং ডট কম
আপনি কি অথোর আর্নিং ডট কম এ নতুন? নীতিমালা! টি পড়ুন।
x
বি:দ্র: AuthorEarning.com এ 19/04/2022 সারাদিন পেমেন্ট দেওয়া হবে। যাদের পেমেন্ট বাকি আছে তারা দ্রুত পেমেন্ট রিকোয়েস্ট দিন। ধন্যবাদ।
+1 টি ভোট
"অনলাইন ইনকাম" ক্যাটাগরিতে করেছেন Earner (1.0k পয়েন্ট)
আমি মাক্রো ওয়ার্কে একাউন্ট করতে চাই । কিন্ত আমি একাউন্ট করতে গেলে একাউন্ট করতে পারতেছিনা এখন আমি কি ভাবে একাউন্ট করতে প্ররী হেল্প করলে খুশি হবো।

699 উত্তর

0 টি ভোট
করেছেন New User (215 পয়েন্ট)
প্রথমে https://microworkjobs.com এই লিংকে যান। তারপর সাইন আপ বা রেজিস্টারে ক্লিক করেন। তারপর একটি পেইজ আসবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি সাবমিটে ক্লিক করেন। তাহলেই ক্রিয়েট হয়ে যাবে।
0 টি ভোট
করেছেন (57 পয়েন্ট)
আপনি যদি ম্যাক্রো ওয়ার্ক এর অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি পেইজ অপেন করে প্রয়োজনীয় তথ্য দিন,আসলে আপনাকে এভাবে বুঝনো সম্ভব না আপনি চাইলে https://youtu.be/k_J57yYDfM8 এই লিঙ্ক এ ক্লিক করে ভিডিও দেখেও করতে পারবেন । ধন্যবাদ
0 টি ভোট
করেছেন Regular (890 পয়েন্ট)

Microwork কাজ করার গাইডলাইন

  • একটি কম্পিউটার দিয়ে একটি মাত্র একাউন্ট করা যাবে
  • ভিপিএন ব্যবহার করা যাবে না
  • শুধু সেই কাজটি গ্রহন করতে পারবেন যে কাজটি আপনি করতে পারবেন। আপনি কোন কাজ গ্রহন করার পর সম্পূর্ণ করতে না পারলে দ্বিতীয় বার সেই কাজ গ্রহন করতে পারবেন না
  • আপনি যত গুলো কাজ করবেন তার সফলতা মিনিমাম ৭৫% হতে হবে
  • আপনি আটিকেল রাইটিং কাজ করলে অবশ্যই ইউনিক কন্টেন্ট লিখতে হবে
  • কোন কাজের প্রমান দেওয়ার সময় ভায়ারের সাথে যোগাযোগ করতে পারবেন না
  • কাজের প্রমান দেওয়ার সময় স্পাম করা যাবে না
0 টি ভোট
করেছেন (0 পয়েন্ট)

মাইক্রো জব বলতে যা বুঝায় তা হল ছোট ছোট কম্পিউটার রিলেটেড কাজ বুঝায়। যেমন ছবি রিডিং, ভাষা ট্রান্সলেট, সার্ভে, রিসার্স, ইমেজ ট্যাগিং, কন্টেন্ট মডারেশন, ইমেজ কোয়ালিটি রেটিং, ইত্যাদি।

কাজ করে – অনলাইন থেকে আয়

আপনি একজন মাইক্রো ওয়ার্কার হতে চাইলে যে সকল ওয়েবসাইট মাইক্রো জব প্রভাইড করে তাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করলেই হবে।

কিছু কিছু মাইক্রো জন প্রভাইড করা ওয়েবসাইট প্রথম অবস্থায় কর্মীদের ছোট একটি পরীক্ষা নেয় সক্ষমতা যাচাই করার জন্য।

ওয়েবসাইটে জনেয় করার সাথে সাথে যে কাজ পাবেন তা কিন্তু নয়। মাইক্রো ওয়েবসাইটে থেকে কাজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আপনার কাজের দক্ষতা যত বেশি হবে তত বেশি কাজ পাওয়ার সম্ভবনা বেশি হবে।

0 টি ভোট
করেছেন Earner (1.2k পয়েন্ট)
ভাই মাইক্রো ওয়ার্ক কি আমি তা জানি না। দয়া করে কি আমাকে বলবেন, এখানে কি করে ইনকাম করতে হয়। আর এটি কতটুকু বিশ্বাসযোগ্য? ধন্যবাদ। 
0 টি ভোট
করেছেন
0 টি ভোট
করেছেন
0 টি ভোট
করেছেন
0 টি ভোট
করেছেন
0 টি ভোট
করেছেন
অথোর আর্নিং এ সুস্বাগতম, যেখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন।
48 Online Users
0 Member 48 Guest
Today Visits : 25029
Yesterday Visits : 26401
Total Visits : 8628693
...