মাইক্রো জব বলতে যা বুঝায় তা হল ছোট ছোট কম্পিউটার রিলেটেড কাজ বুঝায়। যেমন ছবি রিডিং, ভাষা ট্রান্সলেট, সার্ভে, রিসার্স, ইমেজ ট্যাগিং, কন্টেন্ট মডারেশন, ইমেজ কোয়ালিটি রেটিং, ইত্যাদি।
কাজ করে – অনলাইন থেকে আয়
আপনি একজন মাইক্রো ওয়ার্কার হতে চাইলে যে সকল ওয়েবসাইট মাইক্রো জব প্রভাইড করে তাদের ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করলেই হবে।
কিছু কিছু মাইক্রো জন প্রভাইড করা ওয়েবসাইট প্রথম অবস্থায় কর্মীদের ছোট একটি পরীক্ষা নেয় সক্ষমতা যাচাই করার জন্য।
ওয়েবসাইটে জনেয় করার সাথে সাথে যে কাজ পাবেন তা কিন্তু নয়। মাইক্রো ওয়েবসাইটে থেকে কাজ পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। আপনার কাজের দক্ষতা যত বেশি হবে তত বেশি কাজ পাওয়ার সম্ভবনা বেশি হবে।